ঢাকাবুধবার , ৯ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে বিএনপির কার্যালয়ে হামলার প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ওসমান গনি বান্দরবান প্রতিনিধ
এপ্রিল ৯, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার (০৯ এপ্রিল) সকালে শহরের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্ত মঞ্চের সামনে পৌর বিএনপির নেতা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন তুষার।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন বিএনপি নেতা আবিদুর রহমান, রিটল কান্তি বিশ্বাস, সরওয়ার জামান, চনুমং মারমা, সেলিম রেজা, মোঃ শফি উল্লাহ শফি সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে কালাঘাটা ৩নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলাকারী আওয়ামী নেতাকর্মীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। উল্লেখ্য সোমবার রাত তিনটার দিকে বান্দরবান শহরের বালাঘাটা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।