ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফুলছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়ালেল নাহিদুজ্জামান নিশাদ

Link Copied!

মোঃ জাহিদ হোসেন জিমু

গাইবান্ধা জেলা প্রতিনিধি ।

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দক্ষিণ বুড়াইলের চাকলীবাতা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সহসভাপতি ও ফুলছড়ি-সাঘাটা (গাইবান্ধা-৫) আসনের মনোনয়ন প্রত্যাশী নাহিদুজ্জামান নিশাদ।

গত কাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ির মালিকদের খোঁজখবর নেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তিনি নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং পরবর্তীতে আরও সহযোগিতার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাৎক্ষণিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে। আগুনে পুড়ে যাওয়া ঘরের এক মালিক আতোয়ার হোসেন বলেন, ‘হঠাৎ করেই আগুন লেগে আমাদের সব পুড়ে যায়। শরীরে যা ছিল, তাই নিয়ে বের হতে পারি। এমন সময় নিশাদ ভাই যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ।’

নাহিদুজ্জামান নিশাদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। গত সোমবার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি পরিবারের চার-পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে যায় বলে জানতে পারি। আজ আমি সরেজমিনে এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়েছি এবং প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দিয়েছি।’

এ সময় উপজেলা বিএনপির সভাপতি ফারুকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক এ এইচ এম সোলায়মান সহিদ, উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কঞ্চিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম মণ্ডল লিংকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।