‘নুরুল আবছার নূরী,ফটিকছড়ি
ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলা ভূজপুর থানার ৪নং ভুজপুর সেবামূলক সংগঠন পূর্ব ভূজপুর মিরেরখীল প্রবাসী একতা সংঘের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে দুবাই প্রবাসী তরুণ সমাজ সেবক মুহাম্মদ হারুন ও সাধারণ সম্পাদক দুবাই রাস আল খাইমা প্রবাসী এম এম আবু বকর হারুন।
শুক্রবার (১১ এপ্রিল) ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা দেয়া হয়।
এ ব্যাপারে এ সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মোজাহের মিয়া বলেন, মানুষের কল্যাণে সেবা করার প্রত্যয়ে ২০২৩ সালে যাত্রা শুরু করে মিরেরখীল এলাকার প্রবাসীদের নিয়ে সংগঠন পূর্ব ভূজপুর মিরেরখীল প্রবাসী একতা সংঘ নামে। ইতিমধ্যে মানবিক সব কাজ করে এ সংগঠনটি বেশ সুনাম অর্জন করেছে।
এছাড়াও ফটিকছড়ি উপজেলার শ্রেষ্ঠ মানবিক সংগঠনের খ্যাত । বছরে ৩-৫ লাখ টাকা অনুদান দিয়ে আসছে ওই সংগঠন। আগামীতে আরো বৃহৎ আকারে কাজ করবে সংগঠনটি।
উল্লেখ্য যে, বছরব্যাপী এ সংগঠনের কর্মসূচীর মধ্যে রমজান মাসে ইফতার সামগ্রী, ঈদ বস্ত্র , শীত বস্ত্র , বন্যার সময় জরুরী ত্রাণ সমাগ্রী বিতরণ সহ অসহায় অসুস্থ মানুষদের অনুদান, গৃহহীন মানুষের ঘর নির্মাণ অনুদান, খাদ্য সামগ্রী বিতরণ করে। সাবেক সভাপতি সভাপতি এইচ এম ইউসুফ বলেন, এই সংগঠনটি এলাকার গরিব অসহায় মেয়ের বিবাহ ও লেখাপড়া খরচ বাবদ বিভিন্ন অনুদান সহ অসহায় মানুষের বিপদে বন্ধুর ভূমিকা পালন করে আসছে এ সংগঠনটি।