ঢাকারবিবার , ১৩ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ইসরাইলের আগ্রাসন ফিলিস্তিনিদের নির্মম গণহত্যার প্রতিবাদে বিশাল মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত!!

জহুরুল ইসলাম জপি শেরপুর জেলা প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

জহুরুল ইসলাম জপি শেরপুর জেলা প্রতিনিধি:

ফিলিস্তিনিতে ইসরাইলের আগ্রাসন গণহত্যা বন্ধের দাবিতে শেরপুরে ঐতিহ্যবাহী জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার আয়োজনে এবং ব্যবসায়ীদের ব্যানারে ১৩ এপ্রিল দুপুরে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে শেরপুরে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যানারে এবং সর্বস্তরের জনতার সমন্বয়ে কয়েক হাজার মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিল কারীরা এ সময় ফ্রি ফ্রি প্যালেস্টাইন ইজরায়েল নিপাত যাক, ইসরাইলি পণ্য বর্জন করুন ইত্যাদি নানা স্লোগানে শহর প্রদক্ষিণ করে। মিছিলটি জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা হতে শুরু হয়ে থানা মোড় চত্তর দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে প্রদক্ষিণ শেষে তেরা বাজার মাদ্রাসা এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শুরুর আগে প্রতিবাদ সভায় জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাহাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা এবং জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ শহর বিএনপি নেতা মামুনুর রশিদ পলাশ,বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি শফিউল আলম চানঁ প্রমুখ।