সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর রুরাল মেডিক্যাল এ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সান্তাহার পৌর শহরের বশিপুর শখের পল্লী বিনোদন কেন্দ্রে সান্তাহার পৌর রুরাল মেডিক্যাল এ্যাসোসিয়েশন কমিটির আয়োজনে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর রুরাল মেডিক্যাল এ্যাসোসিয়েশন কমিটির নব-নির্বাচিত সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও শখের পল্লীর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (অবঃ) ডা: মোস্তাফিজার রহমান, সান্তাহার ক্লিনিকের পরিচালক ডাঃ আল মেহেনাজ মামুন শিশির, ডা: মাহফুজুল রহমান আপেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রুরাল মেডিক্যাল এ্যাসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক তানভীর হাসান সম্রাট, পল্লী চিকিৎসক এস এম শফিউদ্দিন, পল্লী চিকিৎসক মোফাজ্জল হোসেন, সদ্য বিদায়ী সভাপতি পল্লী চিকিৎসক আমজাদ হোসেন,পল্লী চিকিৎসক মাজেদুর ইসলাম, পল্লী চিকিৎসক আব্দুল মজিদ প্রমুখ। পরিচিতি সভায় রুরাল মেডিক্যাল এ্যাসোসিয়েশনের যে সদস্য মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে মধ্যাহ্ন ভোজ করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়েছে।