মোঃগোলাম রব্বানী,স্টাফ রিপোর্টার https://youtube.com/shorts/m8pejxGbAEA?si=vOhkZVgcjikIE0p-
ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ঢাকা জেলা শাখার সংগ্রামী সভাপতি মোবারক হোসেন ভাই গত ১০ই এপ্রিল সন্ধ্যা ছয়টার সময় ইন্তেকাল করেছেন,
তার রুহের মাগফিরাত এবং দোয়ার অনুষ্ঠানের অংশ হিসেবে ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন খুলনা জেলা শাখার উদ্যোগে ১৩/০৪/২৫ আছর বাদ এক দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়, উপস্থিত ছিলেন, খুলনা জেলা শাখার সভাপতি ভিঃ ডাঃ এইচ এম আবুল বাশার, ভিঃডাঃ টিকে ঘোষ, মোঃ আতাউর রহমান, মোঃ আসাবুর মোল্লা,
মোঃ আখতারুজ্জামান, মোঃ গোলাম রাব্বানী, ফজলুর রহমান, হাদীসুর রহমান, আরো অনেকে উপস্থিত সবাই মরহুমের জন্য দোয়া করেন।