*মোঃ সাজেল রানা*
*ভ্রাম্যমাণ প্রতিনিধি*
রংপুর, ১৩ এপ্রিল ২০২৫: রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে ক্যাফেটেরিয়ার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল ১০টায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ শফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ড. রেহেনা খাতুন এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর দিলীপ কুমার রায়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র সমিতির সম্পাদক রাকিবুস সুলতান মানিক।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্র প্রতিনিধিসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
তবে উদ্বোধনের পরপরই শিক্ষার্থীদের মাঝে ক্যাফেটেরিয়ার খাবারের মূল্য নিয়ে অসন্তোষ দেখা যায়। শিক্ষার্থীদের মতে, কলেজ ক্যাফেটেরিয়ার খাবারের দাম তাদের প্রত্যাশার তুলনায় অনেক বেশি, যা একজন শিক্ষার্থীর সাধ্যের বাইরে। তারা মনে করেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে খাবারের মূল্য হওয়া উচিত সবার নাগালের মধ্যে।
এই বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা আশা করছেন, কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি পুনর্বিবেচনা করে সকলের জন্য সাশ্রয়ী মূল্যে খাবারের ব্যবস্থা করবেন।