শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নং সিএমন্ডি বাজারে ইজারাদার কর্তৃক বাজার পরিচালনা করতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা মামলা সহ সাত মামলার আসামী নুরুল আমীন ও তার সহযোগীগণ বাধা প্রদান করেন।
জানা যায়, বৈধ চুক্তি অনুযায়ী ইজারা গ্রহণকারী হলেন আক্তার হোসেন। কিছু সমস্যা কারনে তিনি তিন থেকে চার বাজার ইজার পরিচালনা করতে পারেনাই। এই জন্য মহামান্য হাইকোর্টে একটি রিট করেন। ওই রিটের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টে বাজার পরিচালনা করার জন্য দুই মাস মেয়াদ বাড়িয়ে দেয়।
ইজারাদার আক্তার হোসেন বলেন, কিছু সমস্যা কারনে আমি তিন থেকে চার মাস বাজার ইজার পরিচালনা করতে পারিনা। এই জন্য মহামান্য হাইকোর্টে একটি রিট করি। ওই রিটের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টে আমাকে বাজার পরিচালনা করার জন্য দুই মাস মেয়াদ বাড়িয়ে দেয়। আজ সোমবার বাজারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় গেলে কিছু ব্যক্তি তাঁর কাজে বাধা সৃষ্টি করেন এবং বাজার পরিচালনায় হস্তক্ষেপ করেন। এতে করে বাজারে সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয়। “আমি যথাযথ নিয়ম অনুসরণ করে ইজারা নিয়েছি এবং আইনগতভাবে বাজার পরিচালনার অধিকার রাখি।আমি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ইজারাদার এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনিক সহযোগিতা চেয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন মন্ডল জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।