নুরুল আবছার নূরী
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ জনগণের পুষ্টিস্তর উন্নয়ন, অপুষ্টি ম্যাপ অনুযায়ী মানুষের সুষম খাদ্য ও পুষ্টি চাহিদার ফসলের উৎপাদন,কৃষকের আয় বৃদ্ধি এবং কর্মসংস্হানের সুযোগ সৃষ্টিতে ও গুরুত্ব প্রদান করা হয়েছে।
১৬ এপ্রিল বুধবার ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয় ও প্রশিক্ষণ সেন্টারে ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে (১৫-১৭ এপ্রিল) ৩দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)নোয়াখালী আঞ্চলিক কেন্দ্রের উর্ধতন কর্মকর্তা ডক্টর মোঃ নুরুল আলম সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি উপ-সহকারী মোহ আনোয়ার পাশা। উপস্থিত ছিলেন সাংবাদিক সালাহ উদ্দিন জিকু, সাংবাদিক মোঃ ইউছুফ আরফাত, সাংবাদিক কামরুল ইসলাম সবুজ, সাংবাদিক ছৈয়দ মোহাম্মদ নুরুল আবছার নূরী।
অংশ গ্রহণ করেন এসএএও,শিক্ষক, মৎস্য, প্রাণিসম্পদ ও স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মকর্তা।
প্রধান অতিথি বলেন পুষ্টির জন্য প্রতিদিন কমপক্ষে ১০০-১৫০ গ্রাম ফল খাওয়া প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা খাচ্ছি মাত্র ৬০-৭০ গ্রাম। তাই আমাদের সন্তান অপুষ্টিতে ভুগছে। বেশি বেশি ফল খেলে প্রচুর পরিমাণ পুষ্টি পাওয়া যাবে। যে কোনো ধরনের রোগে সহজে আক্রমণ করতে পারবে না।তাই পুষ্টিকর খাবার উৎপাদনে কৃষি কাজে কৃষক, উতসাহ দিতে শিক্ষক, সাংবাদিক স্বাস্থ্য কর্মী প্রাণিসম্পদ কর্মীদের কাজ করে যেতে হবে।