মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি (রাঙ্গামাটি):
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আর্য্যপুর এলাকায় কাঠ বোঝাই ছয় চাকার একটি ট্রলি উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ওসি হুমায়ুন কবির এবং বাঘাইছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা।
নিহতদের মধ্যে রয়েছেন—নোচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) ও লেত্তোউদু চাকমা (৩০)। তারা সবাই কাঠ পরিবহনের কাজে নিয়োজিত শ্রমিক ছিলেন। আহত তিনজন হলেন—সুমন চাকমা (২৭), সুহেল চাকমা (৩২) ও দোলনেয়ে চাকমা (২৮)। আহতদের চিকিৎসা চলছে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ওসি হুমায়ুন কবির জানান, সীমান্ত সড়ক দিয়ে ছয় চাকার ট্রলিটি কাঠ বহন করে বাঘাইছড়ি অভিমুখে যাচ্ছিল। পথে আর্য্যপুর এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং চালকসহ আরও তিনজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে বাঘাইছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা বলেন, দুর্ঘটনাকবলিত ট্রলিটি আর্য্যপুর রাবার বাগান এলাকায় এসে ভারসাম্য হারিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।