নুরুল আবছার নূরী,ফটিকছড়ি,চট্টগ্রাম:
চট্টগ্রামের ফটিকছড়িতে ট্যকনিক্যাল পদ মর্যাদা ও বেতন গ্রেড উন্নতি করা সহ নানান দাবিতে চট্টগ্রাম ফটিকছড়িতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্যসেবাসহকারিরা।
২৩জুন মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্হ্য কমল্পেক্সের সামনে তাদের এই কর্মসূচি কারণে টিকাসহ অন্যান্য সেবা নিতে আসা শত শত রোগী কয়েক ঘন্টা ভোগান্তিতে পড়ে যায়।
স্বাস্থ্য সহকারীদের দাবির মধ্যে রয়েছে ১৪ তম গ্রড ও টেকনিক্যাল পদ মর্যাদা নিশ্চিত করা সব স্বাস্হ্য সহকারীকে প্রশিক্ষণ ছাড়া স্মাতক স্ক্যালে অন্তর ভুক্ত করা এবং বেতন স্ক্যাল পূর্ণ নির্ধারণ।
কর্মসূচিতে অংশ নেওয়া মোঃ লোকমান নামের এক স্বাস্হ্য সহকারী বলেন আমরা টেকনিক্যাল কাজ করি কিন্তু আমাদের বেতন নন-টেকনিক্যালের মত এতে আমরা বৈষম্যের শিকার। অন্যান্য বিভাগের সমান গ্রেডে যারা চাকুরী করত তার পদোন্নতি পেয়ে অনেক উপরে গ্রেডে চলে গেছে। আমরা আমাদের মর্যাদা চাই।
তবে এই কর্মসূচি কারণে সেবা থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ। টিকা দিতে আসা এক শিশুর বাবা আনোয়ার জাহিদ বলেন সকাল আটায় এসে লাইনে দাঁড়িয়েছি। আমার ৫ বছরের অসুস্হ শিশুকে টিকা দিতে এসেছি কিন্তু তারা সেবা না দিয়ে অনৈতিক আন্দোলনে আছে। আমাদের ভোগান্তির দিকে ভ্রুক্ষেপ নেই।
কামরুল ইসলাম নামের আরেক সেবা গ্রহীতা অভিযোগ করে বলেন সরকার তাদের বেতন দিলেও তারা সময়মতো কেন্দ্রে আসেন না। সেবা দিতে টাকা দাবি করেন এবং নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করেন।
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউ এইচ ও) সৌনম বড়ূয়া বলেন এটা তাদের কেন্দ্র ঘোষিত চলমান আন্দোলন। এই কারণে যাতে রোগীরা সমস্যায় না পরে সেই ব্যাপারে তাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা অমান্য কারিদের ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন আন্দোলন করতে গিয়ে সেবার বিঘ্নিত হবে বা রোগী কষ্ট পাবে এটা কোনোভাবে কাম্য নয়।আমরা বিষয়টি আমলে নিয়ে উধর্বতন কর্তৃপক্ষকে জানাবো।