ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শৈলকূপার গড়াই নদীতে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় ‘শুশুক’, উৎসুক জনতার ভিড়

সৌভিক পোদ্দার
জুলাই ২, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
০১ জুলাই ২০২৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গড়াই নদীতে ধরা পড়েছে একটি বিলুপ্তপ্রায় নিরীহ জলজ প্রাণী ‘শুশুক’। স্থানীয়ভাবে যাকে ‘শিশু’ নামে ডাকা হয়, আবার অনেকেই একে ডলফিনের বাচ্চা বলেও দাবি করে থাকেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালবেলা, উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দাহ গোবিন্দপুর শ্মশান সংলগ্ন গড়াই নদীর অংশে। স্থানীয় দুই মৎস্যজীবী, বিধান ও বিপুল মাঝি, প্রতিদিনের মতো মাছ ধরছিলেন। হঠাৎ করে তাদের জালে ধরা পড়ে এই অদ্ভুত আকৃতির প্রাণীটি। শুরুতে ভয় পেলেও পরে বুঝতে পারেন এটি কোনো হিংস্র প্রাণী নয়।

খবরটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষজন একনজর প্রাণীটিকে দেখতে ছুটে আসেন নদীপাড়ে। উৎসুক জনতার ভিড় জমে পুরো এলাকাজুড়ে। অনেকেই জীবনে প্রথমবারের মতো এই বিরল প্রাণীকে কাছ থেকে দেখে বিস্ময় প্রকাশ করেন।

প্রাণীটি এখনও জীবিত রয়েছে বলে জানা গেছে। তবে এটি নদীতে ফেরত পাঠানো হয়েছে কি না বা স্থানীয় প্রশাসন বা বনবিভাগ এ বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কি না—তা জানা যায়নি।

উল্লেখ্য, শুশুক বাংলাদেশের নদী-নালা ও মোহনায় পাওয়া যাওয়া একটি বিরল প্রজাতির জলজ স্তন্যপায়ী প্রাণী। পরিবেশদূষণ, জলাশয়ের অবক্ষয় এবং জালে আটকা পড়ার কারণে এই প্রজাতিটি বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।

এ বিষয়ে পরিবেশবিদরা বলছেন, এ ধরনের প্রজাতি উদ্ধার হলে সঙ্গে সঙ্গে বনবিভাগ বা প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা উচিত, যেন তা সঠিক পরিচর্যা পায় এবং প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।