ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা সদর কুশখালী জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত

admin
অক্টোবর ৬, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ই অক্টোবর) বিকাল ৪টায় ইউনিয়নের শিকড়ী জামে মসজিদে এ বৈঠক শুরু হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুশখালী ইউনিয়ন আমির ক্বারী গোলাম রসুল শাহী এর সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন সেক্রেটারি প্রভাষক আনারুল ইসলাম সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি প্রভাষক মাওলানা মাহফুজুর রহমান।

বক্তারা রুকনদের আদর্শিক, ব্যক্তিগত ও সাংগঠনিক দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান এবং সদস্যদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও ত্যাগের মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া উপস্থিত রুকনরা সংগঠনের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করেন। সবশেষে প্রধান অতিথির দোয়ার মাধ্যমে বৈঠকটি সম্পন্ন হয়।