ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিসিভি টিকাদান কার্যক্রমের সমন্বয় সভা অনুষ্ঠিত

admin
অক্টোবর ৭, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন মেহেদী এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা ধ্বীরাজ সরকার,মেডিকেল অফিসার আহসান হাবিব,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শহিদুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।

সভায় জানানো হয়, আগামী ১২ তারিখ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯ থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের টিসিভি টিকা প্রদান করা হবে। এ কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এই উপজেলায় ৩৭ হাজার ৭৭ জনের টিকার টার্গেট রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, টাইফয়েড প্রতিরোধে টিসিভি টিকা অত্যন্ত কার্যকর এবং এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাই সকলের সহযোগিতায় আমরা এ টিকাদান কার্যক্রম শতভাগ সফল করতে চাই।