ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাচোলে ৩১ দফার লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশরাফ হোসেন আলিম

admin
অক্টোবর ১৪, ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন করেছেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী আশরাফ হোসেন আলিম I

নাচোল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি আজ মঙ্গলবার ১৪ (সেপ্টেম্বর) বিকেলে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মোটরসাইকেল শোডাউন শুরু করে নাচোল উপজেলার নেজামপুর , কসবা, ফতেপুর মল্লিকপুর বাজার সহ ,বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন।
আশরাফ হোসেন আলিম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু জামায়াতে ইসলামী দলটি আমাদের কাজে বাঁধা দিতে চায়। আমরা হিসেব করে দেখেছি, সারা দেশে তাদের সর্বোচ্চ ভোট ১০ থেকে ১২ শতাংশ। তাই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এটি দেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে।’

তিনি বলেন, ‘বিএনপিকে নারী-পুরুষ, শ্রমিক থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ পছন্দ করে। এমনকি নারীরাও বিএনপিকে পছন্দ করে। ফলে বিএনপির বিজয় সুনিশ্চিত। এ বিজয় কেউ দমিয়ে রাখতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আর পিআর পদ্ধতির নির্বাচন একটি দলের প্রস্তাব মাত্র। এই দাবিতে প্রমাণিত হয় তাদের ভিত্তি দুর্বল। কারণ পিআর পদ্ধতিতে কে সংসদ সদস্য হবেন তা মানুষ আগে জানতে পারবে না। সে ক্ষেত্রে বলা যায়, পিআর পদ্ধতির নির্বাচন একটি অযৌক্তিক দাবি। এসব দাবি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।’