গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি:
কালিহাতী ঝিনাই নদীর তীরে রাজবংশী পাড়ার বিশেষ আয়োজন, কালবৈশাখী পূজার প্রধান আকর্ষণ দেবী হাজরা অনুষ্ঠিত।
১৫ই মে রোজ বৃহস্পতিবার কালিহাতীর ঝিনাই নদীর তীরে দেবী হাজরা পুজো অনুষ্ঠিত, পুজো প্যান্ডেলে উপস্থিত ছিলেন কালিহাতী কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দিরের সভাপতি সুদীপ দত্ত,(মানু) সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী, কালিহাতী জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, কালিহাতি প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক বাবু গৌরাঙ্গ বিশ্বাস। কালিবাড়ি সদস্য শংকর সাহা, স্বপন সাহা, নিতাই সাহা, পলাশ বিশ্বাস, সহ অন্যান্য নেতৃবৃন্দ। দেবী হাজরার প্রধান আকর্ষণ, মাটির মূর্তি নয় মানব মূর্তি দিয়ে গঠন করা করা হয়েছিল সে দেবী হাজরার কাঠামো। গঠন করা হয়েছিল হরিশচন্দ্র রাজার শ্মশান ঘাট, লক্ষীনারায়ণের মূর্তি, মানব লোকনাথ মূর্তি, মানব শিব পার্বতীর মূর্তি সহ অন্যান্য অনেক সুন্দর সুন্দর আয়োজন। যাহা ছিল গ্রাম বাংলার সেই প্রাচীন রূপ অনুষ্ঠানটি ছিল চোখে পড়ার মতো।