সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধি:
দুর্নীতির সংবাদ প্রকাশের পর ছয়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের সেই অধ্যক্ষ আইনুন নাহারকে বরখাস্ত করেছে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। জানা গেছে, ছয়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আইনুন নাহারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, দুর্নীতি, অধিনস্ত শিক্ষক ও গর্ভণিং বডির সদস্যদের সাথে অমানবিক ও অশোভন আচরনসহ নানা অভিযোগ নিয়ে ৩০ অক্টোবর খবর প্রচার করে মোহনা টেলিভিশন। এরপর টনক নড়ে জেলা প্রশাসনের। জেলা প্রশাসক ও অত্র প্রতিষ্ঠানে গর্ভণিং বডির সভাপতি হোসনা আফরোজার নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। এরপ্রেক্ষিতে অধ্যক্ষ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পেয়ে ১৬ মার্চ জেলা প্রশাসক অধ্যক্ষ আইনুন নাহারকে বরখাস্ত করে পত্র জারি করেন।