মোঃ রাকিব,
প্রতিনিধি,ভোলা।
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলি হামলার প্রতিবাদে ভোলা লালমোহন ধলীগৌরনগর বীর বিক্রম কলেজ ছাত্রদল বিহ্মোভ কর্মসূচি পালন করেছেন।
ব্যানার, ফেস্টুন ও কালো পতাকা নিয়ে মিছিলটি কলেজ ক্যাম্পাসে প্রদক্ষিণ করেছেন। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদলের নেতারা ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাকিব হোসেন নয়ন বলেন, “গাজায় শিশুদের ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তা বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা মুখে কালো কাপড় বেঁধে তাদের প্রতি একাত্মতা প্রকাশ করছি।”
সমাবেশে সবাই একাত্মতা প্রকাশ করে বলেন ‘যে বিশ্ব বারবার মানবাধিকারের কথা বলে, আজ তাদের অনেকেই নিরব। কিন্তু ধলীগৌরনগর কলেজের সাধারণ ছাত্ররা চুপ থাকতে পারেনি।
প্রতিবাদ কর্মসূচিতে এক মিনিট নীরবতা পালন করে গাজায় নিহত নিরীহ ফিলিস্তিনিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
ছাত্রদলের নেতারা জানান এটি একটি প্রতীকী প্রতিবাদ। ভবিষ্যতে দেশব্যাপী আরও জোরালো কর্মসূচি গ্রহণ করা হবে। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা ছাত্রদল নেতা আলাউদ্দিন ইলিয়াস,ধলীগৌরনগর ইউনিয়ন উত্তর ছাত্রদল আহ্বায়ক সিহাব হাওলাদার, যুগ্ম আহ্বায়ক আরিফ।
ছাত্রনেতা জাহিদ,তারেক,রাকিব,তুহিন,মমিন,আবদুল গনি,সুমন,নাইম,মেহেদী,শামীম,আলামীন সহ আরও অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।