গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেনুকুর্শা গ্রামে বজ্রপাতের ঘটনায় সিফাত (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশেই খেলছিল সিফাত। হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সিফাত গোহালিয়াবাড়ী ইউনিয়নের বাসিন্দা অজব আলীর ছেলে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খোলা জায়গা এড়িয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রঝড়ের আশঙ্কা থাকলে মাঠে কাজ না করতে এবং গাছপালার নিচে অবস্থান না করতে বলা হয়েছে।
গৌরাঙ্গ বিশ্বাস
বিশেষ প্রতিনিধি
০১৭১২৭২০৭৮৭