ঢাকারবিবার , ১৩ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে বর্ণিল আয়োজনে চা শ্রমিকদের ফাগুয়া উৎসব অনুষ্ঠিত

Link Copied!

মনিরুজ্জামান মনির

শ্রীমঙ্গল ফুলছড়া মাঠে দেশের সকল চা শ্রমিক জনগোষ্ঠীর আয়োজনে বর্ণিল ফাগুয়া উৎসব অনুষ্ঠিত।

ফাগুয়া উৎসবের আয়োজন করে মৌলভীবাজার জেলা প্রশাসন এবং আর্থিক অর্থায়নে ছিলো সংস্কৃতি মন্ত্রণালয়।

শনিবার ১২ এপ্রিল ৩ টায় ফাগুয়া উৎসব ভিডিও কলের মাধ্যমে উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম, বালিশিরা চা বাগানের জিএম মো: সালাউদ্দিন চা শ্রমিক নেতা পরিমল বাড়াইক সহ প্রমুখ।

দিনব্যাপী ফাগুয়া উৎসবে চা শ্রমিক জনগোষ্ঠীর অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন হিসেবে পরিচিত। বর্ণাঢ্য র‌্যালি, ঐতিহ্যবাহী নৃত্য-গীত, সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা এবং স্থানীয় পণ্যের প্রদর্শনী ছিলো এবারের উৎসবে।

এছাড়া চা-শ্রমিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও বর্ণিল আয়োজনে আরোও ছিলো তাদের প্রত্যেক জাতিগোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান, যেমন, গুরুবন্দনা (ভোজপুরী), কুমুর দ্বৈত (বাড়াইক), হালি গীত (ভোজপুরী),পত্র সওরা (উড়িষ্যা),ডাল ও কাঠি নৃত্য (তেলেও), চড়াইয়া নৃত্য (উড়িষ্যা), কমেডি (ভোজপুরী) হাড়ি নৃত্য (উড়িষ্যা),ঝুমুর (মাহাতো কুর্মী), বিরহা, হোলি গীত (ভোজপুরী),হোড়কা বাদ্যযন্ত্রের সাহায্যে, হোলি গীত (গড় সম্প্রদায়) ইত্যাদি।  চা বাগানে ১৮ টি ক্ষুদ্র নৃ গোষ্ঠী তাদের নিজস্ব সাংস্কৃতিক তুলে ধরে।

মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেন, চা বাগানের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জন্য একটি আলাদা একাডেমী করার দাবী এবং তাদের ভূমির অধিকার নিয়ে দাবী জানিয়েছেন তারা আমরা সেটির জন্য কাজ করবো। এছাড়া শ্রীমঙ্গলে একটি মাল্টিপারপাস অডিটোরিয়ামের এটি কাজ শেষ আগামি জুন – জুলাইতে এটি ওপেনি করার চেষ্টা চালাচ্ছি।

ফাগুয়া উৎসব উদযাপন পরিষদ শ্রীমঙ্গল আহবায়ক প্রতিম দাশ জানান, ফাগুয়া উৎসবে ভিডিও কলে মাধ্যমে উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ফাগুয়া উৎসব এবার আয়োজনের প্রস্তুতি ছিলো না চা শ্রমিকদের আর্থিক সংকটের কারনে পরে আমরা এবিষয়ে স্থানীয় প্রশাসন সহ জেলা এবং ঢাকা জানালে সরকারীভাবে এটি আয়োজনে অনুমতি দেয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। মৌলভীবাজার জেলা প্রশাসক ফাগুয়া উৎসবের আয়োজন করে। চা বাগানের লোকজন সব সময় সরকারী -বেসরকারি সুযোগ সুবিধা কম পায়। সরকারীভাবে তাদের উন্নয়নের কথা সরকারকে ভাবতে হবে।

এসময় চা বাগানের শ্রমিক নেতারা মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার, সাংস্কৃতিক একাডেমী স্থাপনের দাবী, তাদের ভাষা সংরক্ষণের সহ নানান দাবী দাওয়া তুলে ধরেন চা শ্রমিক নেতারা।

স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উৎসবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিলো । পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত টিম সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে ছিলো।

বার্তা প্রেরক
মনিরুজ্জামান মনির
মৌলভীবাজার প্রতিনিধিঃ
০১৭৭৭৫১৩৭৭৪
[email protected]